মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আজ ১৯ মে সরকারি ছুটির দিন ইসলামিক স্টেটের (আইএস) সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে তুরস্ক সরকার। ওই দিন তুরস্কের জাতির জনক মুস্তাফা কামাল আতাতুর্কের জন্মদিন, যা যুব ও ক্রীড়া দিবস হিসেবে উদযাপন করা হয়। গত কয়েক মাসে আইএস ও কুর্দি বাহিনী তুরস্কে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে। হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে দেশজুড়ে জারি করা সতর্ক বার্তায় বলা হয়, ইসলামিক স্টেট তুরস্কের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নাস্তিক বলে মনে করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের হত্যাকে জিহাদ বলে গণ্য করে। সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন অবকাঠামো, সরকারি ভবন এবং আতাতুর্কের দরগা ওই হামলার লক্ষ্য বস্তু হতে পারে বলেও ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে হামলার আশঙ্কা থাকলেও আজ বৃহস্পতিবার আতাতুর্ক দরগা খোলা থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আতাতুর্কের জন্মদিনে হাজার হাজার মানুষ তার দরগা ভ্রমণ করে এবং প্রার্থনা করে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।