Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন সিনেটে ৯/১১ বিল পাস

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবের ঘোর আপত্তির মুখে গত মঙ্গলবার বহুল আলোচিত ৯/১১ বিল পাস করেছে মার্কিন সিনেট। এর ফলে গত ১৬ বছর আগে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারগুলোর সদস্যরা সউদি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। বিলটি সার্বভৌম দায়মুক্তির মূলনীতির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। প্রসঙ্গত, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে পরিচালিত ওই হামলায় ৩ হাজারের মত মানুষ প্রাণ হারিয়েছিল। হামলায় অংশগ্রহণকারী ১৫ জনের নয়জনই ছিল সউদি নাগরিক। এজন্যই মার্কিন নাগরিকদের ধারণা হামলাকারীদের সঙ্গে সউদি সরকারের সংশ্লিষ্টতা ছিল। যদিও রিয়াদ এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। গত মঙ্গলবার সিনেটে পাসের পর বিলটি এখন ভোটাভুটির জন্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসে পাঠানো হবে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। যদিও হোয়াইট হাউস ও সউদি সরকার প্রস্তাবিত এই আইনের বিরোধিতা করছে। এই বিলটি পুরোপুরি পাশ হয়ে গেলে নাইন ইলেভেন হামলায় হতাহতদের পরিবারগুলো এই অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ পাবে। ক্ষতিগ্রস্তদের অনেকেই এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করারও আহ্বান জানাচ্ছেন। তাদের ধারণা, ওইসব তথ্যে হামলার সঙ্গে সউদি সরকারের একটি যোগসূত্রের কথা উল্লেখ থাকতে পারে। তবে এই বিলের বিরোধিতা করছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি কংগ্রেসে এই বিলের বিরুদ্ধে ভেটো দেবেন বলেও জানিয়েছেন। এ সম্পর্কে হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, এই বিলের বিষয়ে প্রেসিডেন্ট ওবামার গভীরভাবে উদ্বেগ আছে এবং তিনি এটি আইনে পরিণত করার জন্য স্বাক্ষর করবেন বলে মনে হয় না। তিনি বলেন, বিলটি সার্বভৌম দায়মুক্তির মূলনীতির বিরুদ্ধে। বিলের পক্ষের সিনেটররা বলছেন, এটি পাস হলে সউদি আরবের সাথে সম্পর্ক খারাপ হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন সিনেটে ৯/১১ বিল পাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ