মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভয়াবহ তুষারঝড়ে অচল হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থবির হয়ে পড়েছে বিশেষ করে নিউইয়র্ক এবং ওয়াশিংটনের জনজীবন। দেশটির অন্যান্য শহরের অবস্থাও শোচনীয়। চলতি মাসে এ পর্যন্ত টানা তুষারপাতের ফলে চলছে না গাড়ি, উড়ছে না বিমান। ঘরের সামনে-ছাদে-রাস্তায় জমে থাকা তুষারের আস্তরণ সরিয়ে একটু পা ফেলার জায়গা করতে ব্যস্ত সময় পার করছে বাসিন্দারা। এদিকে, টানা তুষারঝড়ের ফলে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আটলান্টিক উপকূলে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুষারঝড়ের পর বেশ কিছু এলাকায় বরফ গলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানির উচ্চতা এখনো বিপদসীমা পার হয়নি। তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতোমধ্যে বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আটলান্টিক উপকূলের শহরগুলো, বিশেষ করে নিউ জার্সি উপকূলে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। নিউ জার্সির কিছু এলাকায় ইতোমধ্যে ৩ ফুটের মতো তুষারের আস্তরণ পড়েছে। বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ নিষিদ্ধের পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে নিউইয়র্কে। ঝুঁকি বিবেচনায় রেল যোগাযোগও বন্ধ করা হয়েছে। শুধু জরুরি মেরামত কাজের জন্য নিয়োজিত গাড়ি নিউইয়র্কের রাস্তায় চলাচল করতে পারবে। এর বাইরে কেউ গাড়ি নিয়ে বের হলেই তাকে গ্রেপ্তার করা হবে। খবরে এমন তথ্যই প্রচার করা হচ্ছে গণমাধ্যমগুলোতে। চলমান ভয়াবহ তুষারঝড়কে নিউইয়র্ক শহরের সবচেয়ে ভয়াবহ ঝড়ের তালিকার ৩ নম্বরে রেখেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর। পঞ্জিকার হিসাবে যুক্তরাষ্ট্রে গ্রীষ্ম শুরু হতে বাকি আর মাত্র এক মাস। গ্রীষ্মের আগমনী এ বার্তা নিয়ে প্রকৃতিতে উঁকি দিতে শুরু করার কথা সূর্যের। দরজা-জানালা এবং আঙ্গিনায় জমে থাকা ধূলোবালি পরিষ্কারের ভাবনা ঘুরপাক খাচ্ছিল বাড়ির বাসিন্দাদের মাথায়। কিন্তু হায়, দেখা নেই কাক্সিক্ষত সূর্যের। বরং যুক্তরাষ্ট্রে এখন বইছে উল্টো হাওয়া। গ্রীষ্মের প্রাক্কালেও যুক্তরাষ্ট্র জুড়ে পড়ছে রেকর্ড পরিমাণ বরফ। আবহাওয়া বিভাগ বলছে, গত সোমবার সাড়ে ৭ ইঞ্চি বরফে ঢেকে গেছে পারহ্যাম মেইনের সড়ক। উত্তর মেইনের ক্যারিবো শহর ঢাকা পড়েছে সাড়ে ৪ ইঞ্চি বরফে। মে মাসের শেষেও বরফ পড়ছে রেকর্ড পরিমাণে। মেইনের আরো দুই শহর ক্যাসওয়েল এবং নিউ সুইডেনেও ৬ ইঞ্চি বরফ পড়ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা বড় শহর নিউইয়র্ক সবচেয়ে ভয়াবহ যে ৫টি তুষারঝড়ের কবলে পড়েছিল, সেগুলোর প্রথমে আছে ২০০৬ সালের ১১-১২ ফেব্রুয়ারির তুষারঝড়। ওই তুষারঝড়ের সময় নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক ৬৮ দশমিক ৩ সেন্টিমিটার (২৬ দশমিক ৯ ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছিল। দ্বিতীয় অবস্থানে আছে ১৯৪৭ সালের ২৬-২৭ ডিসেম্বরের তুষারঝড়, যাতে পার্কটি ৬৫ দশমিক ৫ সেন্টিমিটার (২৫ দশমিক ৮ ইঞ্চি) পুরু তুষারে ঢেকে গিয়েছিল। রয়টার্স, ডেইলি মেইল, ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।