Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত প্রশ্নে চীনের ভেটোতে ভারত হতাশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মুহাম্মদ প্রধানকে আন্তর্জাতিকভাবে কালোতালিকাভুক্ত করার প্রশ্নে চীন আবারও তার ভেটো ক্ষমতা প্রয়োগ করায় ভারত বৃহস্পতিবার ‘হতাশা’ ব্যক্ত করেছে।
জঙ্গি গোষ্ঠীটি গত মাসে কাশ্মিরে একটি বড় ধরনের আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করে। কাশ্মীরে ১৪ ফেব্রয়ারি ওই বোমা হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর ভারত পাকিস্তানে হামলা চালায় এবং ইসলামাবাদ নয়াদিল্লীর দু’টি বিমান ভূপাতিত করার দাবি করে। উদ্ভুত পরিস্থিতিতে কয়েক বছরের মধ্যে ইসলামাবাদ ও নয়াদিল্লীর মধ্যে সম্পর্কের সবচেয়ে অবনতি ঘটে। ওই ঘটনায় আত্মঘাতী হামলাকারী ভারত শাসিত কাশ্মিরের বাসিন্দা হলেও পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ জেইএম) এই হামলার দায়িত্ব স্বীকার করে। ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র জেইএম নেতা মাসুদ আজহারকে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসীদের তালিকায় স্থান দেয়ার জন্য চীনকে বুধবার অনুরোধ জানায়। পাকিস্তানের পরীক্ষিত মিত্র চীন বলেছে, আজহারকে কালো তালিকাভুক্ত করতে তার বিষয়ে আরো খতিয়ে দেখতে সময় প্রয়োজন। এর আগেও চীন এ ধরনের তিনটি প্রস্তাব ঠেকিয়ে দিয়েছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা এই প্রস্তাবের অত্যন্ত হতাশাজনক ফল। চীনের সিদ্ধান্তটি বৃহস্পতিবার ভারতের সবগুলো গণমাধ্যমের শিরোনাম হয়। সূত্র : এএফপি



 

Show all comments
  • Moin Uddin ১৫ মার্চ, ২০১৯, ৮:০২ এএম says : 0
    যে কোন প্রস্তাবে সম্মতি না দিয়ে,একটু ভেবে নেওয়াটাই ভাল, শুধুমাত্র শত্রুভেবে সাথে সাথে সম্মতি দেওয়া ঠিক নয় ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ