Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁও উপজেলায় ৩টি পদেই আওয়ামীলীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

৫ম উপজেলা পরিষদ নির্বাচন

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৮:০০ পিএম

৫ম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে এনপিপির প্রার্থী নুর উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের একমাত্র যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন বাদল বিনা প্রতিদন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ডাঃ এসএম শফিক, শফিকুল ইসলাম এবং রাসেল বখশ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান একক প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র দাখিলকারী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রত্যাহারকারী প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হলেও মেষ মূহুর্তে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শামনুন নাহার ভুইয়া বলেন, প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে । তাই এই উপজেলায় এবারের নির্বাচনে আর কোন কার্যক্রম পরিচালনার প্রয়োজন নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ