Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোকেয়া হলের প্রভোস্টের নৈতিক স্খলন ঘটেছে, তাঁকে পদত্যাগ করতে হবে- ডাকসুর ভিপি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১:৪৯ পিএম

ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেছেন রোকেয়া হলের প্রভোস্টের নৈতিক স্খলন ঘটেছে, তাই শিক্ষার্থীদের দাবি মেনে তাকে পদত্যাগ করতে হবে। বুধবার পুনঃনির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় ভিসি কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে তিনি এ কথা বলেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসময় তিনি শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নিরপেক্ষ শিক্ষকদের অধীনে অবিলম্বে নির্বাচন দিতে দাবি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বিতর্কিত নির্বাচন শনিবারের মধ্যে বাতিল ঘোষণা করা, নির্বাচনের সাথে জড়িত সকল শিক্ষককে পদত্যাগ, দলনিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করে পুনঃতফসিল ঘোষণা করা। নির্বাচনে অংশ নেয়া পাঁচটি প্যানেল দুপুরে এসব দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি জমা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ