Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রিহ্যাবের ৪ দিনের আবাসন মেলা শুরু কাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাবের আয়োজনে চার দিনব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৯’ শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন বøুতে আয়োজিত এ মেলায় ৫শ’ কোটি টাকার ব্যবসার টার্গেট নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (মঙ্গলবার) চিটাগাং ক্লাব মিলনায়তনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। এ সময় রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, পরিচালক মো. শাকিল কামাল চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জামাল চৌধুরী উপস্থিত ছিলেন। কৈয়ূম চৌধুরী বলেন, এবারের মেলায় ৭৬টি স্টল অংশ নিচ্ছে। এরমধ্যে আবাসন প্রতিষ্ঠান ৫৬টি, কো-স্পন্সর প্রতিষ্ঠান ১৭টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ৭টি, ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান ১১টি। মেলায় পাঁচ হাজার ফ্ল্যাট ও দুই হাজার প্লট বিক্রির অফার নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানগুলো। মেলায় আবাসন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে আনা হচ্ছে। তিনি আশা করেন, মেলায় এবার অন্তত ৫শ’ কোটি টাকার ব্যবসা হবে। চট্টগ্রামে আবাসন ব্যবসার পরিবেশ এখন অনেক ভাল মন্তব্য করে তিনি জানান, চলতি মাসে চট্টগ্রামে ৯টি আবাসন প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য পদ গ্রহণ করেছে। এখাতে নতুন নতুন বিনিয়োগ আসছে। মেলায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দেবে আবাসন প্রতিষ্ঠান। আবাসন মেলাকে ঘিরে আজ বুধবার এমএ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য সাইকেল র‌্যালীর আয়োজন করা হয়েছে। ১৫ মার্চ মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৭ মার্চ মেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হবে। আগামীকাল সকালে মেলার উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রামে ১২তম এ মেলা ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকবে। সিঙ্গেল প্রবেশ মূল্য ৫০ টাকা আর মাল্টিপল টিকিটের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। মাল্টিপল টিকিটে একজন দর্শনার্থী চার বার মেলায় প্রবেশ করতে পারবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিহ্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ