Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষসেরা কোচ রেনিয়েরি

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অখ্যত একটা দল নিয়ে প্রিমিয়ার লিগের মত শিরোপা জিতেছেন ক্লাদিওর রেনিয়েরি। এর স্বীকৃতিও মিলছে ঢের। বিভিন্ন সম্মানে ভূষিত করা হচ্ছে তাঁকে। এবার আরো একটি সম্মানের পালক যোগ হল তাঁর মুকুটে। লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রেনিয়েরি। দ্বিতীয় নন-বৃটিশ হিসেবে এই খেতাব জিতলেন তিনি। এর আগে ২০০২ ও ২০০৪ সালে এই খেতাব জিতেছিলেন আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার। রেনিয়েরি ইতোমধ্যেই জিতেছেন তিনটি ম্যানেজার অব দ্যা মান্থ অ্যাওয়ার্ড। এর আগে স্বদেশ থেকে ইতালির সেরা কোচের খেতাবও অর্জন করেন ৬৪ বছর বয়সী কোচ। সব মিলে সময়টা নিশ্চয় বেশ কাটছে লেস্টার গুরুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষসেরা কোচ রেনিয়েরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ