Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফলভাবে জঙ্গী দমনের পর চলছে মাদক নির্মুল অভিযান

বগুড়ায় পুলিশ সমাবেশে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ৭:১২ পিএম

বগুড়ায় জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তবে মাদক ও জঙ্গীবাদ এই উন্নয়ন ও অগ্রগতির প্রতিবন্ধক। তবে বাংলাদেশের পুলিশ সফলতার সাথে জঙ্গীবাদ মোকাবেলার পর মাদক নির্মুলে প্রধাণমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি চলছে অভিযান। জনগণের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ মাদকও নির্মুল করা হবে । তিনি বলেন , যারা মাদক ব্যবসা ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে চান , তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে । আর যারা তা’ করবেনা তাদের পরিনতি হবে ভয়াবহ । তাদের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা ।’
তিনি মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে কবতুর ও বেলুন উড়িয়ে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন। বগুড়া পুলিশ সুপার মো: আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জ’র ডিআইজি এম খুরশীদ হোসেন। এসময় র‌্যাব -১৩ এর পরিচালক মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম, বগুড়া জেলা প্রশাসক মো: ফয়েজ আহমদ, পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল, আব্দুল জলিল, মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সানাতন চক্রবর্ত্তী, গাজিউর রহমান, আনোয়ার হোসেন সহ বগুড়ার পার্শ¦বর্তী সকল জেলার পুলিশ সুপারগণও উপস্থিত ছিলেন।
পরে আইজপি পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা দেখেন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ