Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ব্যাটসম্যান স্পিনার উইকেট কিপার হান্ট করবে রবি

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দু’বছরের জন্য রেকর্ড ৪১ কোটি ৪১ লাখ টাকায় বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পন্সরশিপ স্বত্ব কিনে হৈ চৈ ফেলে দিয়েছে বেসরকারি মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি। গত বছরের মে মাসে এতো বিশাল অর্থে টিম স্পন্সরশিপই শুধু কিনে নেয়নি, ভবিষ্যতের মাশরাফি, রুবেল, তাসকিন, মুস্তাফিজুরদের খুঁজে পেতে দেশব্যাপী পেসার হান্ট কর্মসূচি ও বাস্তবায়ন করেছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের ক্রিকেটে তাদের ব্যাপক অংশগ্রহণে আগামী ৩ বছরের জন্য বিসিবি’র সঙ্গে কৌশলগত চুক্তি করে ফেলেছে এই প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় আগামী তিন বছর বিসিবির সঙ্গে যৌথভাবে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে ফার্স্ট বোলার ছাড়াও ভবিষ্যতের মেধাবী ব্যাটসম্যান, উইকেট কিপার এবং স্পিনার খুঁজে বের করবে রবি। বিসিবি’র জমকালো অ্যাওয়ার্ডস নাইটসের অর্থায়ন এবং বিসিবির অফিসিয়াল টেলিকম পার্টনার হিসেবেও কাজ করবে দেশের এই বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানটি।
টেলিকম পার্টনার হিসেবে জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, বিসিবির পরিচালনা পরিষদ ও বিসিবির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্রি টক-টাইম, ডাটা ও ভ্যাস সম্বলিত বিশেষ বান্ডেল অফারসহ স্মার্টফোনও প্রদান করবে এই মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চুক্তি স্বাক্ষর অন্ষ্ঠুানে এসব তথ্যই দিয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, বিসিবির পরিচালক ও বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরা সিংহে এবং রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ।
বাংলাদেশের ক্রিকেটে রবির ব্যাপক অংশগ্রহণে এই প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ দিয়েছেন বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদÑ‘ জাতীয় ক্রিকেটে দলের পৃষ্ঠপোষক হিসেবে রবি এগিয়ে আসায় আমরা সত্যিই আনন্দিত। নতুন এই চুক্তির আওতায় রবি এখন থেকে শুধু ফাস্ট বোলিংই নয়; স্পিন ও ব্যাটিং ট্যালেন্ট হান্ট কর্মসূচিতেও পৃষ্ঠপোষকতা করবে।’
বিসিবির পঞ্চবার্ষিকী পরিকল্পনার পুরো মেয়াদে রবিকে সর্ম্পৃক্ত না করে তিন বছরের জন্য তাদেরকে যুক্ত করাকে কৌশলগত চুক্তি বলছেন বিসিবির সহ-সভাপতি মাহাবুব আনামÑ‘আমরা কৌশলগত চুক্তি করার ব্যাপারে আগ্রহী হয়েছি। আমাদের পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা রয়েছে। আমরা সেখানে রবিকে তিন বছরের জন্য কৌশলগত পার্টনার হিসেবে পেয়েছি। মুস্তাফিজের মতো আরও ট্যালেন্ট খুঁজে বের করার জন্য আমরা অনেক কর্মকাÐ পরিচালনা করে থাকি। সেটাকে বৃহৎ আকারে করতে গেলে আমাদের কৌশলগত পার্টনার প্রয়োজন। এজন্য রবিকে নেওয়া। আমরা শুধু ফাস্ট বোলিং হান্ট করবো শুধু তা নয়, আমরা স্পিন, ব্যাটিং এমনকি উইকেট কিপার হান্ট কার্যক্রমও চালাবো।’
বিসিবির ব্যাপক কর্মকাÐের সঙ্গে তিন বছরের জন্য পার্টনার হতে পেরে গর্বিত রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরা সিংহেÑ‘শুধু দেশের ক্রিকেটের উন্নয়নেই নয়, দেশ ও দেশের বাইরে যোগাযোগের জন্য বিসিবি, মোবাইল কমিউনিকেশন পার্টনার হিসেবে রবির উপর আস্থা রাখায় আমরা আনন্দিত ও গর্বিত।’



 

Show all comments
  • মোহাম্মদ সাজ্জাত ১৯ অক্টোবর, ২০১৬, ২:৪২ পিএম says : 0
    আমি ডান হাতি লেগ স্পিনার প্লিজ আমি আপনাদের স্পিন হান্টে অংশগ্রহণ করতে চাই!
    Total Reply(0) Reply
  • শামীম ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ৯:৪১ পিএম says : 0
    আমি যাব ডান হাতি বল করি কি ভাবে যাব
    Total Reply(0) Reply
  • Mohammad Arif ১৭ এপ্রিল, ২০১৭, ৯:২৩ পিএম says : 0
    আসসালামু আলাইকুম আমি ঢাকা বাড্ডা এলাকায় থাকি আমি ছোটবেলা থেকে ক্রিকেট কে ভালোবাসি আর সেখান থেকেই মুলত ক্রিকেট পাগলা একটা ছেলে আমি একজন ব্যাটসম্যান উইকেট কিপার আমি রবি টেলেন্ট হ্যান্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক এখন আমার করণীয় কি
    Total Reply(0) Reply
  • MD Jakir Hossain ২৮ জুন, ২০১৭, ৩:৫৪ পিএম says : 0
    আসসালামু আলাইকুম,আমি একজন গ্রামের ছেলে আমি ক্রিকেট কে ভালো বাসি এবং ভালো গুগলি বল করতে পারি,কিন্তু আমি কি ভাবে খেলাটা শিখবো আমি জানিনা।দয়া করে যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমি একজন ভালো ক্রিকেটার হতে পারবো।
    Total Reply(0) Reply
  • আল মামুন ৪ ডিসেম্বর, ২০১৭, ৭:১৩ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন আমি একজন ডানহাতি লেগস্পিনার আমি রবি স্পিন হান্টে প্রবেশ করতে চাই আমার করণীয় কি,,প্লিজ বলেন
    Total Reply(1) Reply
    • মো:অাসাদুল ১৯ ডিসেম্বর, ২০১৭, ৮:২১ পিএম says : 4
      please, রবি পেসার হান্টের কার্যক্রম কবে শুরু হবে।
  • Md.Sujon ৯ জুলাই, ২০১৯, ১০:০৭ এএম says : 0
    আমি একজন স্পিন বলার। কবে থেকে শুরু হবে এই কার্যক্রম। দয়া করে একটু জানান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার ব্যাটসম্যান স্পিনার উইকেট কিপার হান্ট করবে রবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ