বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদকবিরোধী অভিযানে নরসিংদীর শিবপুরে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল সোমবার দিনগত রাত প্রায় ৯টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ঘাগুটিয়া গ্রামের আব্দুর রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮) ও রিনা বেগম (২৫)। তাদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
শিবপুর উপজেলার চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। কিভাবে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘাগুটিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষের কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।