বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শিবপুর উপজেলার কামারটেক সবুজপাহাড় ডিগ্রী কলেজ মাঠে। স্থানীয় কামারটেক প্রভাতী যুবসংঘের উদ্যোগে আয়োজিত এই লাঠি খেলায় প্রধান অতিথি ছিলেন শিবপুরের এমপি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা।
বিকেলে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া। প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির। লাঠি খেলায় অংশগ্রহণ করেন লাঠিয়াল মো: দেলোয়ার হোসেন, রুপচান মিয়া, মজিবুর রহমান, জজ মিয়া, হিরণ মিয়া ও আমজাদ মিয়া। খেলার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, খেলাধূলা মানুষের মনকে প্রফূল্ল রাখে।
অপরাধ প্রবনতা থেকে বিরত রাখে। দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মনে আনন্দ সৃষ্টির ক্ষেত্রে খেলাধূলার কোন বিকল্প নেই। তিনি বলেন, এ আবহমান বাংলায় যত খেলাধুলা রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন খেলা হচ্ছে লাঠি খেলা। লাঠি খেলার মাধ্যমে মানুষ প্রথম নিজেদের আত্মরক্ষার কৌশল রপ্ত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।