গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংসদগুলোতে ছাত্রলীগ একচেটিয়া জিতলেও ছাত্রী হলে তার তার ব্যতিক্রম ঘটেছে।
ছাত্রী হলের সংসদগুলোতে শীর্ষ পদে স্বতন্ত্র প্রার্থীদের জয় দেখা গেছে। এদের মধ্যে কোটা সংস্কারের আন্দোলনকারীরা রয়েছেন।
অনিয়মের অভিযোগের পর অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচন হয়।
সোমবার সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে ১৬টি হলে; কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হলে ভোটগ্রহণ বিঘ্নিত হওয়ায় সেখানে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
ডাকসুর ২৫টি পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা।
ভোটগ্রহণের গণনা শেষে হল সংসদগুলোর ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তারা।
সব হল থেকে ফলাফল পৌঁছনোর পর কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ডাকসুর ফল ঘোষণা করা হবে।
শামসুন্নাহার হল
শামসুন্নাহার হল ছাত্র সংসদে স্বতন্ত্র প্যানেলের আট প্রার্থীর সবাই জয়ী হয়েছেন।
ভিপি পদে জয়ী হয়েছেন শেখ তাসনিম আফরোজ। কোটা সংস্কার আন্দোলনের নেতা ইমি গত বছর নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
শামসুন্নাহার হল সংসদে জিএস নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আফসানা ছপা।
এছাড়া এজিএস পদে ফাতিমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পদে সামিয়াজ জাহান প্রাপ্তি, সাহিত্য সম্পাদক পদে তাহসিন, সমাজসেবা সম্পাদক পদে শিরিন আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে খাদিজা বেগম ও সদস্য তামান্না তাসনিম উপমা নির্বাচিত হয়েছেন।
ফজিলাতুন্নেসা মুজিব হল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। এই হলে জিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের সারা বিনতে জামান।
কুয়েত মৈত্রী হল
কুয়েত মৈত্রী হলে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি পদে জিতেছেন সুস্মিতা দে; জিএস পদে জিতেছেন সাগুফতা বুশরা মিশান।
সুফিয়া কামাল হল
কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের তানজিনা আক্তার সুমা এবং জিএস পদে একই প্যানেলের মনিরা শারমিন জয়ী হয়েছেন।
সূর্যসেন হল
সূর্য সেন হলে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগ জয়ী হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন মো. মারিয়াম জাহান খান সোহান ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. সিয়াম রহমান।
এই হলে স্বতন্ত্র থেকে সাহিত্য সম্পাদক হয়েছেন আল-সাদী ভূইয়া ও বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. জুলহাস সুজন।
জিয়াউর রহমান হল
জিয়াউর রহমান হলে পূর্ণ প্যানেল জয়ী হয়েছে ছাত্রলীগ। ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শাকিল ও জিএস হয়েছেন হাসিবুল হোসাইন শান্ত। এজিএস নির্বাচিত হয়েছেন আব্দুল মইন আবির।
বঙ্গবন্ধু হল
বঙ্গবন্ধু হলে ভিপি-জিএসসহ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ভিপি হয়েছেন আকমল হোসেন ও জিএস মেহেদি হাসান শান্ত। ছাত্রলীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এজিএস হয়েছেন মো. জুলফিকার হাসান।
এই হলে সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আরাফাত এবং সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী আতাউল্লাহ আরমান জয়ী হয়েছেন।
বিজয় একাত্তর হল
বিজয় একাত্তর হলেও ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন সজীবুর রহমান সজীব ও জিএস হয়েছেন নাজমুল হাসান নিশান। এজিএস নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু ইউনুস।
মুহসীন হল
হাজী মুহাম্মদ মুহসীন হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। ভিপি পদে জয়ী হয়েছেন শহীদুল হক শিশির৷ জিএস পদে জিতেছেন মেহেদি হাসান মিজান।
জহুরুল হক হল
জহুরুল হক হলে ছাত্রলীগের আব্বাসী অনন্ত বিজয়ী হয়েছেন। এই হলে জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল ইসলাম।
এ এফ রহমান হল
স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়েছে। ভিপি হয়েছেন আব্দুল আলীম খান, জিএস পদে জয়ী হয়েছেন আব্দুর রহীম৷
একুশে হল
অমর একুশে হলে ভিপি পদে জয়ী হয়েছেন মেহেদী হাসান সুমন। তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত। জিএস হয়েছেন ছাত্রলীগের প্যানেলের আহসান হাবীব। অন্য পদগুলোতেও ছাত্রলীগ জয়ী হয়েছে।
জসীম উদদীন হল
কবি জসীমউদদীন হলে ছাত্রলীগ জয়ী হয়েছে। ভিপি পদে জয়ী হয়েছেন ফরহাদ আলী; জিএস পদে জয়ী হয়েছেন ইমাম হাসান।
এস এম হল
এসএম হলে ভিপি হয়েছেন মোজাহীদ কামাল উদ্দীন, জিএস হয়েছেন জুলিয়াস সিজার। ছাত্রলীগের প্যানেলের সবাই জয়ী হয়েছেন এই হলে।
শহীদুল্লাহ হল
শহীদুল্লাহ হলে ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। ভিপি হয়েছেন হোসাইন আহমদ সোহান, জিএস হয়েছেন ইরফানুল হাই সৌরভ।
ফজলুল হক হল
ফজলুল হক হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান তমাল, জিএস হয়েছেন ছাত্রলীগের মাহফুজুর রহমান।
জগন্নাথ হল
জগন্নাথ হল ছাত্রলীগের প্যানেলের সবাই জয়ী হয়েছেন। ভিপি হয়েছেন উৎপল বিশ্বাস, জিএস হয়েছেন কাজল দাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।