Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানবন্দরে এবার অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঘোষণা ছাড়াই অস্ত্র ও গুলি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে গতকাল বিকেলে একজন যাত্রীকে গ্রেফতার করেছে এভিয়েশন নিরাপত্তা সংস্থা। গ্রেফতারকৃত ব্যক্তি যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ চৌধুরী।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় মাসুদ নভোএয়ারের একটি ফ্লাইটে যশোরে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করেন। তার হ্যান্ড ব্যাগ স্ক্যান করার সময় নিরাপত্তাকর্মীরা স্ক্যানিং মেশিনে একটি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি শনাক্ত করেন। পরে পূর্ব ঘোষণা ছাড়া পিস্তল ও গুলি নিয়ে টার্মিনালে প্রবেশের জন্য মাসুদকে গ্রেফতার করা হয়।
শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর সিদ্দিকি বলেন, অস্ত্র নিয়ে প্রবেশ করলেও কোন ধরনের ঘোষণা দেননি তিনি। পরবর্তীতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্র শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। তখন তিনি নিজেকে আওয়ামী লীগের থানা সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে মামলা করার পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামে বিমান ছিনতাই- চেষ্টার ঘটনায় খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই গত ৫ মার্চ লাইসেন্স করা পিস্তল ও ১০ রাউন্ড গুলি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ নিয়ে ইলিয়াস কাঞ্চন যে তথ্য দেন তাকে ‘অসত্য’ বলে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কিন্তু তারপরই বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। ইলিয়াস কাঞ্চনের পিস্তল বিতর্ক শেষ না হতে না হতেই গত ৮ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা স্বীকার করেন মামুন আলী নামে এক যাত্রী। পরবর্তীতে যাত্রী মামুন পিস্তল ও গুলি এয়ারলাইন্সের মাধ্যমে নিয়ম মেনে সঙ্গে করে সিলেটে নিয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ