Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে টোকাইর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ৪:৫৬ পিএম

চাঁদপুর শহরে ডাস্টবিনের টিন সেটের নিচে রোববার রাতে গলায় ফাঁস দিয়ে এক টোকাই আত্মহত্যা করেছে।
নিহত ইকবাল হোসেন ডাস্টবিনের টিন সেটের নিচে বাস করত।

জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খাইরুল আলম খোকন বলেন, টোকাই ইকবাল মাদকসেবী ছিল। রেলগেইটে গাম খেয়ে সারাদিন পড়ে থাকতো। রাত হলে ডাস্টবিনের টিন সেটের নিচেই ঘুমাতো। রাতে কমিউনিটি পুলিশের সদস্যরা ফাঁস অবস্থায় তাকে দেখে পুলিশকে জানান।


চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, ইকবাল পেশায় টোকাই। সে গামসহ বিভিন্ন মাদক সেবন করত। টিন সেটে আত্মহত্যার খবর পেয়ে এসআই মিরাজ তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ