Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:০৩ পিএম

মীরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোসাম্মৎ মুন্নুজান (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের উপজেলার ধুমঘাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গনকছড়া এলাকার শেখ আহমেদ বাড়ির তাজুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, মুন্নুজানের স্বামী তাজুল ইসলাম প্রায়শ তাকে মারধর করতো। অনেকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো । শুক্রবার রাতেও স্বামীর সাথে তাঁর ঝগড়া হয়। শনিবার সকালে বাড়ি থেকে ছুটে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ মারা যাওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি দেখভালের দায়িত্ব রেলওয়ে পুলিশের। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূর আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ