গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নির্বাচনে ব্যালট বাক্স দেখানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সুফিয়া কামাল হলে ভোট দেওয়া বন্ধ রেখেছেন শিক্ষার্থীরা। ব্যালট বাক্স দেখানোর দাবিতে বিক্ষোভ করছেন তারা।
ওই হলের ছাত্রীরা বলছেন, সকালে ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও তা দেখানো হয়নি। শিক্ষার্থীরা দাবি করলেও দেখাননি প্রভোস্ট। নয়টি ব্যালট বাক্সের মধ্যে তিনটি দেখাতে চাচ্ছে না প্রশাসন। সেগুলোতে ছাত্রলীগের প্রার্থীদের ভোট দেওয়া আছে বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীরা বলছেন, শুরু থেকে ভোট প্রক্রিয়া অস্বচ্ছ ছিল। ব্যালট বাক্স না দেখালে আমরা ভোট দেব না।
এদিকে, ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা এক বস্তা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রাধ্যক্ষ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিনকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।