গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুহসীন হল থেকে বাম জোটের প্রার্থী লিটন নন্দীকে ধাওয়া দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে অনিয়মের অভিযোগ পেয়ে হলে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে ধাওয়া দিয়ে বের করে দেন বলে অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। তিনি সকালে অনিয়মের খবর শুনে মুহসীন হলে যান। তবে সেখানে গেলে তাকে ধাওয়া দিয়ে বের করে দেওয়া হয়। সেখান থেকে তিনি প্রভোস্টের রুমে আশ্রয় নেন।
লিটন নন্দী বলেন, ‘আমরা হলে গিয়ে দেখি কোনো লাইন ছাড়াই ডাকসুর ভোটগ্রহণ চলছে। এর প্রতিবাদ জানাই এবং প্রভোস্টের সঙ্গে দেখা করি। সেখান থেকে বের হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দেয়। পরে আমরা প্রভোস্টের সহায়তায় হল থেকে বেরিয়ে আসি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।