Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ায় দুই বিমান বিধ্বস্ত, নিহত ১৭

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ায় দুটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। খবরে বলা হয়, কলম্বিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির মেটা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করে, যে বিধ্বস্ত বিমানটিতে কেউই বেঁচে নেই। ১২জন আরোহী নিয়েই যাত্রা শুরু করেছিলো বিমানটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। এরইমধ্যে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। কলম্বিয়ার বিমানটি লেজার এরিও এয়ারলাইন্সের। দক্ষিণাঞ্চলীয় শহ স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিও যাচ্ছিলো বলে জানায় মালিকানা প্রতিষ্ঠানটি। তারা জানায়, এর মাঝেই মেটা প্রদেশে স্যান কার্লোস দে গুয়ারোয়া মিউনিসিপালিটিতে এটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিক এই দুর্ঘটনার কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি প্রতিষ্ঠানটি। অপর দিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। এরইমধ্যে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেক ওক্কিচব্বিতে সৈকত থেকে ৪০০ মিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে প্লেনের ৫ আরোহীর সবাই নিহত হন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি দক্ষিণাঞ্চলীয় পাহোকিতে যাচ্ছিল। পাম বিচ কাউন্টি শেরিফ অফিস থেকে নিহত পাঁচজনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এফএএ’র সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ