গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সিএম লাইসেন্স গ্রহণ না করা এবং নিম্নমানের এমএস রড উৎপাদন ও বাজারজাত করার অপরাধে রাজধানীর চারটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।
বিএসটিআইর ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন ও এএনএম ফরহাদ হোসেন বাদী হয়ে গতকাল ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাগুলো দায়ের করেন।
নিম্নমানের এমএস রড (প্লেইন বার ও রিবড বার) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো হলো- রাজধানীর ডেমরা থানাধীন প্রভাতী স্টীল এন্ড রি-রোলিং মিল ও মোহনা স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শ্যামপুর থানাধীন আল-নুর কাস্টিং এন্ড রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তাজ ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড।
বিএসটিআই-এর সিএম লাইসেন্স গ্রহণ না করে উক্ত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখা ‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩-এর ২৪ ধারার পরিপন্থি এবং ৩১ এ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচ্য হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, বিএসটিআইর এরূপ অভিযান অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।