Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়রের চেয়ারে বসলেন আতিকুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৩:৩০ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নে নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। আজ রোববার সকালে মেয়র হওয়ার পর প্রথম দিনের মতো নগরভবনে আসেন আতিকুল। বিকেল ৩টায় প্রথম সংবাদ সম্মেলন করে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন।

এর আগে গত বৃহস্পতিবার মেয়র হিসেবে শপথ নেন আতিকুল। এদিন তার সঙ্গে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নবনির্বাচিত ৪৯ কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। শপথ নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র ও কাউন্সিলররা।

এরপর তারা বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শহীদদের সমাধি ও ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র আতিকুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ