Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গায় নিখোঁজ শেষ ১জনের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ২:৩৪ পিএম

বুড়িগঙ্গা নদী থেকে ৪র্থদিনে নিখোঁজ সর্বশেষ ১জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সাহিদা বেগম(৩২)। আজ রবিবার(১০মার্চ) পুর্ব আগানগর আলমটাওয়ারের সামনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় । ফায়ার সার্ভি এন্ড সিভিল ডিফেন্স ও পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।সদরঘাট নৌ-থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান নৌ-দর্ঘটনায় নিঁখোজ একই পরিবারের ৫জনের লাশ শুক্র ও শনিবার উদ্ধার করা হয়। শুধু শাহজালালের স্ত্রী নিঁখোজ সাহিদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে তার লাশ আলমটাওয়ারের কাছে বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে। নিঁখোজ সব লাশ উদ্ধার হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।এদিকে গত শনিবার মীম(৬),মাহি(৮),জুনাইদ(৬মাস) ও মোঃ দেলোয়ার(৩২) ্এই ৪জনোর লাশ আহসান মঞ্জিল বরাবর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।নিঁখোজের পরের দিন শুক্রবার নিহত দেলোয়ারের স্ত্রী জামসীদার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ১০টায় কামরাঙ্গীরচর এলাকা থেকে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে একই পরিবারের ৭জন একটি নৌকাযোগে সদরঘাট টার্মিনাল এলাকায় আসছিল। এসময় এমভি সুরভী-৭নামে একটি লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এতে ৬জন নিঁখোজ হয় একং একমাত্র জিবীত ও গুরুতর আহত অবস্থায় শাহজালালকে উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ