Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে দুই জনের কারাদণ্ড

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের কৃষি প্রকল্পের জমি থেকে মাটি কেটে রাস্তা নষ্ট করার অপরাধে সেলিম ও কামাল নামের দুই জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফেনাঘাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল থেকে ফেনাঘাটা গ্রামের একটি কৃষি প্রকল্পের জমিতে অবৈধভাবে মাটি কাটছিলেন স্থানীয় বাসিন্দা সেলিম। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত সেলিম ও কামালকে আটক করে প্রত্যেককে ১বছর করে কারাদণ্ড প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ