বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া সদর উপজেলা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বগুড়া সদর উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের নির্বাচনী প্রচারণার পোষ্টার ছিনিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। শনিবার দুপুরে বগুড়া শহর বিএনপির অফিসের পাশের একটি জায়গায় রুবেলের নির্বাচনী কর্মীরা পোষ্টার লাগাবার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর চড়াও হয় । তারা জোর করে কর্মীদের কাছ থেকে কয়েক বান্ডিল পোষ্টার , মই ও আঠার ভাণ্ড ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা পোস্টারগুলো আগুন লাগিয়ে পুড়িয়েও দেয়।
এসময় কয়েকজন উৎসাহী লোকজন হামলা , ভাংচুর ও পোষ্টারে অগ্নি সংযোগের ছবি তুলতে গেলে হামলাকারীরা ওই মোবাইলগুলোও ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সরে যায় । ঘটনার পরে মাফতুন আহম্মেদ খান রুবেল সাংবাদিকদের জানান, শুক্রবারও একদল হামলাকারী তার প্রচার মাইক ভাংচুর করেছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনও তার কাছ থেকে মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা করা হয়েছে। এছাড়াও তার প্রচারণা বহরেও একাধিকবার হামলার চেষ্টা হয়েছে । তাছাড়া প্রতিমুহূর্তে তার কর্মী সমর্থকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।