Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গোদাগাড়ী উপজেলা নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জামাদি

গোদাগাড়ী (রাজশাহী) থেকে মোঃ হায়দার আলী | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ২:২৩ পিএম

আগামী কাল রোববার ১০ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনের গোদাগাড়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোদাগাড়ী উপজেলা প্রশাসন। 

শনিবার বেলা প্রায় ১২ টার সময় হতে উপজেলার ৯৪ টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ভোটের ব্যালট পেপার, সিল ও ভোট বাক্স বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা পুলিশ ও আনসারের সহযোগিতায় ভোট কেন্দ্রে সরঞ্জামাদি নিয়ে যেতে থাকে।

গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, আগামী কাল ১০ মার্চ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব সহ আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ ফোর্স নিয়োজিত থাকবে বলে জানান। গোদাগাড়ী উপজেলায় ৩৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্র ৯৪ টি বুথের সংখ্যা ৬১৬ টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ