প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈশান কাপুরের বিপরীতে ‘ধাড়াক’ চলচ্চিত্রটি দিয়ে বলিউডে শ্রীদেবী-বনি কাপুর দম্পতির কন্যা জাহ্নবী কাপুরের অভিষেক হয়েছিল। করণ জোহরের ধর্ম প্রডাকশন্সের প্রযোজনায় গত বছর জুলাইতে ফিল্মটি মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি খুব সুবিধা করতে না পারলেও জাহ্নবী বলিউডে তার জায়গা করে নিতে পেরেছেন। ফিল্মটি মুক্তি পাবার পর থেকেই ঈশানের সঙ্গে জাহ্নবীর সম্পর্ক নিয়ে গুজব শুরু হয়। জাহ্নবী অবশ্য এই গুজব অস্বীকার করে আসছেন প্রথম থেকেই। ঈশান নয় বরং আরেক সুপারস্টারের প্রতি আকৃষ্ট বলে জানিয়েছেন বলিউডের এই উঠতি তারকাটি। এই তারকাটি হলে তেলেগু চলচ্চিত্র ‘অর্জুন রেড্ডি’র নায়ক বিজয় দেবেরাকোন্ডা। কোন নায়কের প্রতি তিনি আকৃষ্ট এবং কাকে বিয়ে করতে চান জানতে চাইলে জাহ্নবী তাৎক্ষণিকভাবে বলেন, “হ্যাঁ, তবে প্রতি সপ্তাহেই তা বদলে যায়। তবে, আমি বলেছি, এখন আমার পছন্দ বিজয় দেবেরাকোন্ডাকে। আপনারা অনেকে তাকে ‘ইনকেম ইনকেম’ গানের ভিডিওতে দেখেছেন। আমি এই গানটি বারবার দেখে থাকি। সুতরাং, এখনকার জন্য তাকেই আমার পছন্দ।” বর্তমানে জাহ্নবী ভারতের প্রথম নারী (জঙ্গি বিমানের) বৈমানিক গুঞ্জন সাক্সেনার জীবনী অবলম্বনে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। গুঞ্জন কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। এছাড়া তিনি করণ জোহরের ‘তখ্ত’ চলচ্চিত্রে কাজ করছেন; এতে আরও অভিনয় করছেন- কারিনা কাপুর, অনিল কাপুর, ভিকি কৌশল, রণবীর সিং, আলিয়া ভাট এবং ভূমি পেদনেকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।