Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদপুরে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় ৬ জেলের কারাদণ্ড

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ৪:০৬ পিএম | আপডেট : ৪:৪২ পিএম, ৮ মার্চ, ২০১৯

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা-মেঘনায় অভিযান করে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১টি নৌকা. ৫ কেজি জাটকা মাছ জব্দ ও ৬ জন জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ।

চাঁদপুর নৌ থানার ওসি মো. আবু তাহের খান জানান, শুক্রবার পদ্মা-মেঘনায় কয়েক ঘণ্টা অভিযান করে কারেন্ট জাল, নৌকা, জাটকাসহ ৬ জেলেকে আটক করা হয়। পরে আটককৃত ইয়াছিন সর্দার, বিল্লাল পেদা, আনোয়ার হোসেন, শাহেদ আলী বেপারী, রশিদ সরকার, নিজাম ওসমান সরকারকে মোবাইল কোর্টে কারাদ- প্রদান করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান বলেন, চাঁদপুর নৌ থানায় মোবাইল কোর্ট বসিয়ে আটককৃত প্রত্যেক জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে ১ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ