Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ায় কয়েক দিনের বিক্ষিপ্ত সংঘর্ষে দুই শতাধিক নিহত

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার দেইর আজ-জোর শহরে জেহাদি গোষ্ঠী আইএসের দফায় দফায় গাড়ি বোমা হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী। পাশাপাশি কয়েকটি লড়াইয়ে অন্তত ২ শতাধিক নিহত হয়েছে। গত কয়েকদিনে দেইর আজ-জোর শহরে জেহাদিরা অন্তত ৫০টি হামলা চালিয়েছে এবং সিরিয়ার সেনারা সেসব হামলার জবাব দিয়েছে। এছাড়া, বিদ্রোহীরা গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে সেনাবাহিনীর অন্তত সাতটি ঘাঁটিতে হামলার চেষ্টা করে। সেনা ইউনিটগুলো এসব হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দিতে সক্ষম হয়। এসব লড়াইয়ে বহু সামরিক যান ধ্বংস হয়েছে। গত রোববার তারা দেইর আজ-জোর শহরের বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করলে সেখানে তারা চরম বিপর্যয়ের মুখে পড়ে। সামরিক বাহিনীর পাল্টা হামলায় দিশেহারা হয়ে তারা বহু লাশ ও আহতকে ফেলে রেখে পালিয়ে যায়। বলা হয়, দেইর আজ-জোরে আইএসের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে সিরিয়ার সেনা ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী। এসব লড়াইয়ের পর সেখানকার খাদ্য গুদামগুলো দখলে নিতে সক্ষম হয়েছে সামরিক বাহিনী। এ সময় মারা গেছে আইএসের সিনিয়র কমান্ডার মোস্তাফা আল-হাদাভি। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া সংকট সামরিকভাবে নিষ্পত্তি করা যাবে চিন্তা করা হলে তা হবে মারাত্মক ভুল। ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ বা আইএসএসজি’র বৈঠকে যোগ দেয়ার জন্য ভিয়েনা পৌঁছে এ কথা বলেন তিনি। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভির সাংবাদিককে তিনি বলেন, ইরান সিরিয়ায় অব্যাহতভাবে চূড়ান্ত যুদ্ধবিরতি চাইছে তবে বিদ্রোহীগোষ্ঠীগুলোকে এ যুদ্ধবিরতির আওতা থেকে বাদ দিতে হবে। ২০১১ সালের মার্চ থেকে চলমান সিরিয়ার সংকট রাজনৈতিক নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি। কেউ কেউ সিরিয়া সংকটের সামরিক সমাধান চাইছে এ জাতীয় মারাত্মক ভুলের ইতি টানা এবং তাদের রাজনৈতিক নিষ্পত্তি চাওয়া উচিত। বিবিসি, রেডিও তেহরান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় কয়েক দিনের বিক্ষিপ্ত সংঘর্ষে দুই শতাধিক নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ