Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিলনাড়–তে জয় ললিতা নয় করুণানিধি

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুর্নীতির অভিযোগে কারাবরণের পর অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভারতের তামিলনাড়ুর আম্মা দোর্দ- প্রতাপেই ফিরবেন। সেই প্রতাপ দেখাবেন তিনি এবারের বিধানসভা নির্বাচনেই। কিন্তু সদ্যসমাপ্ত নির্বাচনের বুথফেরত জরিপ যেন সেই ভবিষ্যদ্বাণীকে ভুল করে দিচ্ছে। দুয়েকটি জরিপ নির্বাচনে জয়ললিতার জয় দেখালেও হতাশার কথা জানাচ্ছে বাকি সব জরিপই। গত সোমবার দক্ষিণ ভারতের এ রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণার দিন। ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছয় দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় এই বুথফেরত জরিপ চালায় ভারতের আলোচিত গবেষণা সংস্থা সিভোটার, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস, এবিপি, নিউজ নেশন ও চাণক্য। ২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজন হয় ১১৮ আসনের। জরিপের ফলাফলে সিভোটার বলছে, ২৩৪ আসনের মধ্যে আম্মার অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুনিত্রা কাজাগাম (এআইএডিএমকে) পেতে যাচ্ছে ১৩৯ আসন। তীব্র প্রতিদ্বন্দ্বী কে করুণানিধির ডিএমকে (দ্রাভিড়া মুনেত্ররা কাঝাগাম) পাচ্ছে ৭৮ আসন। বাকি ১৭ আসন পাবে অন্যরা। তবে সিভোটারের সঙ্গে একমত হতে পারছে না অন্যরা। তাদের হিসাবে সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি আসন নিয়ে আম্মাকে হটিয়ে তামিলনাড়ুতে বসছেন ডিএমকের করুণানিধি। অপর এক প্রতিষ্ঠানের বুথ ফেরত জরিপ বলছে, ডিএমকে-কংগ্রেস জোট একাই পাচ্ছে ১৪০ আসন। বাকি ৯৪ আসনের মধ্যে ৯০টি পাবে এআইএডিএমকে, ৪টি পাবে অন্যরা। জরিপের ফলাফলের বিষয়ে একই কথা বলছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সি। তাদের হিসেবে নির্বাচনে ডিএমকে-কংগ্রেস জোট পাবে ১২৪ থেকে ১৪০টি আসন। যেখানে এআইএমডিএমকে পাবে ৮৯-১১০টি, বিজেপি ০-৩টি এবং অন্যনা ৪-৮টি আসন। চাণক্য ধারণা করছে, তামিলনাড়ুতে ৯০ আসন পাবে এআইএডিএমকে। আর এবিপির জরিপ বলছে, একশ আসনও (৯৫) পাওয়ার সম্ভাবনা নেই জয়ললিতার। জয়ললিতার বিষয়ে এবিপির মতোই পূর্বাভাস দিয়েছে নিউজ নেশন টিভি। তারা বলছে, ৯৫-৯৯টি আসন পাবেন আম্মা। আর ডিএমকে-কংগ্রেস জোট পাবে ১১৪-১১৮টি আসন। এ ছাড়া তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত পিপল ওয়েলফেয়ার ফ্রন্ট অ্যালায়েন্স ১৪টি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাবে ৪টি আসন। অন্যরা পাবে ৯টি আসন। এবারের বিধানসভা নির্বাচনে জয়ললিতা যদি জয়ী হন তবে কয়েক দশকের মধ্যে তিনিই হবেন একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পড়ে গিয়েও আবার ক্ষমতায় উঠে পড়বেন। এর আগে এমন নজির গড়েছিলেন এআইএডিএমকের প্রতিতা ও জয়ললিতার পরামর্শক এমজি রামাচন্দ্রনই, সেটা আবার ১৯৮৪ সালে! আর ডিএমকে-কংগ্রেস জোট জয়ী হলে মুখ্যমন্ত্রী হিসেবে তামিলনাড়ুর দায়িত্বে বসবেন করুণানিধি। উল্লেখযোগ্য বিষয় এই, এবারই প্রথম এআইএডিএমকে ও ডিএমকে ছাড়া তামিলনাড়ুতে বহু-দলীয় প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। এনডিটিভি, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিলনাড়–তে জয় ললিতা নয় করুণানিধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ