Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অপেক্ষা বাড়লো ভিনিসিউসের

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

স্বপ্নের ব্রাজিল জার্সি গায়ে তোলার অপেক্ষায় ছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু অনাকাঙ্খিত ইনজুরি তার অপেক্ষাকে দীর্ঘায়িত করলো। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় আয়াক্সের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ডান পায়ে আঘাত পান রিয়াল মাদ্রিদের এই ১৮ বছর বয়সীর ফরোয়ার্ড। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দুই মাস তাকে মাঠের বাইরে কাটাতে হবে।

সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটি ৪-১ গোলে হেরে দুই লেগ মিলে ৫-৩ ব্যবধানে পিছিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে টানা তিনবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৫তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে মারাত্মক আঘাত পান ভিনিসিউস। তখনই অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভিনিসিউসের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে রিয়াল। সেখানে বলা হয়, ডান পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে ভিনিসিউসের। তবে তার সুস্থ হয়ে ফিরতে কতদিন সময় লাগবে তা জানানো হয়নি। ইএসপিএন এফসির খবর অসুযায়ী, তার ফিরতে ২ মাস লেগে যাবে।

এই মাসেই পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এজন্য প্রথমবারের মত সেলেসাও দলে ডাক পান ভিনিসিউস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ