Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ট্রাম্পের সমালোচনা করলেন ওবামা অজ্ঞতা কোনো গুণ নয়

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ওবামা তার এক বক্তব্যে ট্রাম্পের প্রচারণাকে অ-বুদ্ধিবৃত্তিক উল্লেখ করে বলেছেন, ‘অজ্ঞতা কোন গুণ নয়’। ওবামা সরাসরি ধনকুবের ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তাকে নিয়েই যে তিনি মন্তব্য করেছেন তা স্পষ্ট। গত রোববার নিউজার্সিতে রাটগার্স ইউনিভার্সিটির ¯œাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বক্তব্যে ওবামা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অতীতের সুদিন সবসময়ই যে ভালো ছিল তা নয়। তিনি এ প্রসঙ্গে জাতি বৈষম্য, দারিদ্র ও নারীর প্রতি সমতার অভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব আজ যে কোন সময়ের চেয়ে আন্তঃসম্পর্কিত এবং তা দিন দিনই বাড়ছে। দেয়াল নির্মাণে কোন পরিবর্তন আসবে না। অবৈধ অভিবাসীদের ঠেকাতে ট্রাম্প তার প্রচারণায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দেয়াল নির্মাণের কথা বলেছেন। এছাড়া তিনি প্রচারণায় আমেরিকাকে পুনরায় মহৎ করে গড়ার শ্লোগান তোলেন। ওবামা বলেন, কোন দেয়ালই ইবোলা কিংবা জিকা ভাইরাসের মতো সংক্রামক রোগ থেকে আমেরিকাকে রক্ষা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট যেসব রাজনীতিবিদ নিজেদেরকে স্পষ্টভাষী হিসেবে তুলে ধরেন কিন্তু রাজনৈতিক নির্ভুলতাকে এড়িয়ে চলেন তাদের সমালোচনা করে বলেন, রাজনীতি ও জীবনে অজ্ঞতা কোন গুণ নয়। কি বলা হচ্ছে সে সম্পর্কে না জেনে উদাসীন থাকা যাবে না।
এদিকে, চলতি মাসের প্রথম দিকেও ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে ওবামা বলেছিলেন, প্রেসিডেন্ট পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতা কোন ‘রিয়েলিটি শো’ নয়। তিনি ট্রাম্পের অতীতের সকল রেকর্ড খুঁটিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানান। বিভক্ত রিপাবলিকানদের তার সমর্থনে ঐক্যবদ্ধ করার ট্রাম্পের প্রচেষ্টার প্রেক্ষাপটে ওবামা এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যদিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি কোন বিনোদন নয়, নয় কোন রিয়েলিটি শো। প্রত্যেক প্রার্থীরই যথাযথ অবস্থান এবং তাদের নিয়ে সত্যিকারের সমীক্ষা থাকা উচিত। উল্লেখ্য, ট্রাম্প তার প্রচারণা শুরুর প্রথম থেকেই নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন। বিশেষ করে মুসলমানদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার মতো মন্তব্য করেন। ধনকুবের ট্রাম্প রিয়েল এস্টেটের ব্যবসায়ী এবং টিভি শো ‘দ্য অ্যাপ্রেনটিস’এর দীর্ঘদিনের স্টার ছিলেন। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো ট্রাম্পের সমালোচনা করলেন ওবামা অজ্ঞতা কোনো গুণ নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ