Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে অর্ধেক এলাকার দখল হারিয়েছে আইএস : পেন্টাগন

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাক ও সিরিয়ায় অব্যাহতভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এর অংশ হিসেবে ইতোমধ্যে ইরাকে এক সময় দখল করে নেয়া ভূখ-ের প্রায় অর্ধেকেরই নিয়ন্ত্রণ হারিয়েছে সংগঠনটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত সোমবার একথা জানিয়েছে। এর আগে পেন্টাগন বলেছিল, ইরাকে দখলে থাকা ৪০ শতাংশ ও সিরিয়ায় দখলে থাকা ১০ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস যোদ্ধারা। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ইরাকে বর্তমানে প্রায় ৪৫ শতাংশ অঞ্চলের দখল হারিয়েছে আইএস। আর সিরিয়ায় এ সংখ্যা ১৬ থেকে ২০ শতাংশ। ২০১৪ সালের শুরুতে আইএস জিহাদিরা ইরাক ও সিরিয়ার বিস্তৃর্ণ এলাকায় ঢুকে পড়ে। এ সময় তারা ইরাকে নিরাপত্তা বাহিনীর সামান্য প্রতিরোধের মুখে পড়ে এবং গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় গোলযোগ আরো বেড়ে যায়। ২০১৪ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আইএস যোদ্ধারা ইরাকের রামাদি ও হিতের নিয়ন্ত্রণ হারালেও এখনও মসুল ও ফালুজাহসহ গুরুত্বপূর্ণ অন্যান্য নগরী নিয়ন্ত্রণ করছে। রয়টার্স।
জলবায়ু পরিবর্তন : বন্যায় বিশ্বের শত কোটি মানুষ বাসস্থান হারাবে
ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যায় আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ বাসস্থান হারানোর ঝুঁঁকিতে পড়বে বলে এক প্রতিবেদনে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ একটি দাতব্য সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অন্যতম জনবহুল শহর ভারতের মুম্বাই, কলকাতা ব্যাপক মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এ ঝুঁঁকি থেকে নিরাপদ নয় যুক্তরাষ্ট্রও। সংস্থাটি বলছে, উপকূলবর্তী শহরগুলোর প্রায় ১০০ কোটি মানুষ আগামী ২০৬০ সালের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন পানিবদ্ধতা, জলোচ্ছ্বাস, ঝড় ও বন্যার মুখে পড়বে। ক্রিস্টিয়ান এইড নামের ওই দাতব্য সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব আগামী দিনে এক ভয়াবহ মানবিক সংকটে পড়তে যাচ্ছে। তবে বৈশ্বিক এই মানবিক বিপর্যয়টি এখনই নিশ্চিত হয়ে উঠছে না। পূর্ব সতর্কতার মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এদিকে জনসংখ্যা বিষয়ক একটি জরিপ বলছে, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে শহুরে দারিদ্র্যের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে, যা পর্যায়ক্রমে চরম আকার ধারণ করবে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে অর্ধেক এলাকার দখল হারিয়েছে আইএস : পেন্টাগন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ