মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক দশকেরও বেশি সময়ের মধ্যে গত বছর উত্তর কোরিয়ায় সর্বনিম্ন খাদ্য উৎপাদন হয়েছে। অস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটি গত বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এমন পরিস্থিতিতে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এক বিবৃতিতে জানিয়েছে, এ বছর দেশটির প্রায় ৩৮ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। চলতি বছর অর্থায়ন করা না গেলে বেশ কয়েকটি মানবিক সংস্থা দেশটিতে ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। বিগত কয়েক দশক ধরেই অস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। তবে কৌশলে মানবিক ত্রাণ কার্যক্রমকে বাদ রাখা হতো এসব নিষেধাজ্ঞায়। তবে গত বছর দেশটির ব্যাংকিং ও জাহাজ পরিবহনের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের পর উত্তর কোরিয়ায় ত্রাণ কার্যক্রম প্রায় ¯গিত হয়ে পড়ে। ওই সময়ে মার্কিন নাগরিকদের উত্তর কোরিয়া সফরও নিষিদ্ধ করা হয়। ফলে ত্রাণ কার্যক্রম চালানো বহু সংস্থার কর্মীরাও সেখানে প্রবেশ করতে পারছেন না। গত বছর নজিরবিহীন তাপপ্রবাহের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে পিয়ংইয়ং। গত মাসে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত খাবার সংকটের বিষয়ে সতর্কতার কথা জানিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, দীর্ঘায়িত তাপপ্রবাহের সাথে টাইফুন এবং বন্যার কারণে খাবার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। ২০১৭ সালের তুলনায় গত বছর নয় শতাংশ কম খাবার উৎপাদন হয়েছে। উত্তর কোরিয়ায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তপন মিশ্র জানিয়েছেন, খাবার সংকটের কারণে দেশটির প্রায় ৩৮ লাখ মানুষের জন্য প্রায় ১২ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রয়োজন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।