মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়া থেকে অন্তত ৪০০ ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করছে মার্কিন সমর্থিত মিলিশিয়া বাহিনী। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টের একজন কমান্ডার বলেন, বুধবার রাতভর সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটি থেকে মানব পাচারকারীদের সহায়তায় পালানোর সময় তাদের আটক করা হয়। এই কমান্ডার আরো জানান, মানব পাচারকারীদের সহায়তায় জঙ্গিরা পূর্বাঞ্চলীয় শহর বাঘুজ থেকে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়াদের মধ্যে আইএস সদস্যদের স্ত্রী ও সন্তানদের সংখ্যাই বেশি। এর আগে কয়েক দিন ধরে অসংখ্য আইএস সদস্য আত্মসমর্পণ করে। ফলে মানবশূন্য হয়ে যায় অনেকগুলো গ্রাম। জঙ্গি সংগঠনটির সদস্যদের পুরোপুরি নির্মূল করতে জোর যুদ্ধ চালাচ্ছিল যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনী। আর এরপরেই আতঙ্কিত হয়ে পড়ে আইএস সদস্যরা। এদিকে যুদ্ধের কারণে বাঘুজ থেকে অন্তত ১০ হাজার সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এরপরও অনেকে ভেতরে রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জঙ্গি সংগঠন আইএস একসময় সিরিয়া ও পার্শ্ববর্তী ইরাকের ৮৮ হাজার বর্গকিলোমিটার (৩৪ হাজার বর্গমাইল) এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল। গত পাঁচ বছর রক্তক্ষয়ী ব্যবস্থা চালানোর পর অবশেষে শক্তিহীন হয়ে পড়ে এই জঙ্গি সংগঠনটি। রয়টার্স, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।