ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মাভৈঃ আবৃত্তি কর্মশালা’ আগামী ৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ এই কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ই মার্চ (শুক্রবার) ও ৯ মার্চ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-এ এর ১২৯ নং কক্ষে প্রতিদিন বিকাল ৩টা থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) আহসান উল্লাহ তমাল, সিলেটের শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ও চারুবাক সিলেটের পরিচালক জ্যোতি ভট্টাচার্য, মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক তাসনুভা তাবাসসুম তৃষা প্রমুখ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবৃত্তি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হবে। এছাড়া সফলভাবে কর্মশালা শেষে প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে। কর্মশালায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যাম্পাসের অর্জুনতলায় নির্দিষ্ট বুথ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি সংগঠনটির সদস্যের জন্য ৫০ টাকা ও সদস্য ব্যতীত ১০০টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে আবৃত্তি চর্চাকে আরো এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে মাভৈঃ আবৃত্তি সংসদ। এরই ধারাবাহিকতায় মাভৈঃ আবৃত্তি সংসদ লাভ করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সদস্যপদ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।