নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্যে কাগজে-কলমে সেরা আবাহনী মাঠের লড়াইয়ে বড়ই বিপর্যস্ত এক দল। প্রাইম ব্যাংক থেকে মোটা অঙ্কে কোচ খালেদ মেহমুদ সুজনকে ছুটিয়ে এনেও দলটিকে উজ্জীবিত করতে পারছে না আবাহনী! ভিক্টোরিয়ার বিপক্ষে ৯ রানের জয়ে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অপবাদের পর ছন্দ হারিয়েছে তামীমের আবাহনী। রূপগঞ্জের কাছে ২১ রানে হার দিয়ে শুরু, চির প্রতিদ্ব›দ্বী মোহামেডানের কাছে হারের ব্যবধান ৮ উইকেটে! যে দলটি হারের বৃত্তে, টানা ৬ হারে প্রথম বিভাগে অবনমনের শঙ্কা প্রবল যাদের, সেই কলাবাগান একাডেমীর মতো দল পর্যন্ত প্রথম জয়ে বেছে নিয়েছে আবাহনীকে! তাও আবার গতকাল ফতুল্লায় আবাহনীর ২৮২/৭ স্কোরের চ্যালেঞ্জ টপকে ১৯ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে কলাবাগান একাডেমী। কাগজে-কলমে সেরা আবাহনী ইতোমধ্যে ৭ ম্যাচে দেখেছে চতুর্থ হার। পরিস্থিতির মুখে এখন সুপার লীগের সম্ভাবনা ফিকে হয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটে সর্বাধিক ১৬ বারের চ্যাম্পিয়ন দলটির।
অব্যাহত অফ ফর্মে থাকা লিটন দাস ছাড়া এই ম্যাচে আবাহনী ব্যাটসম্যানদের সবাই রেখেছেন অবদান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তামীম (৪৮), অভিষেকের (৬৩) ৮৮ রানের ওপেনিং পার্টনারশিপ বড় স্কোরের সম্ভাবনা দেখিয়েছে। শেষ ৬০ বলকেও প্রকৃত শ্লগে পরিণত করে ৮২ রান যোগ করেছে আবাহনী। কিন্তু তাতেও লাভ হয়নি। আবাহনীর ইনিংসে ধাক্কাটা দিয়েছিলেন কলাবাগান একাডেমীর অফ স্পিনার মাহামুদুল হাসান (৩/৫২)। ব্যাটিংয়েও আবাহনীর বিপক্ষে লড়েছেন একাই কলাবাগান একাডেমী অধিনায়ক (১০৬ রান)। অমিতকে বাউন্ডারি দিয়ে প্রথম স্কোরিং শট, লেগ স্পিনার জুবায়েরের দ্বিতীয় ওভারে ১ ছক্কা ২ চার এ ছন্দ খুঁজে পাওয়া এই মিডল অর্ডারের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিতে (১১১ বলে ৮ চার ৩ ছক্কা) কেঁপে উঠেছে আবাহনী। প্রথম পাওয়ার প্লেতে ২ ওপেনারকে হারিয়েও একাডেমীর স্কোরটা ছিল আশাব্যঞ্জক (৬৬/২)। আবাহনীর ওভারপ্রতি ৫.৬৪’র জবাবে দ্বিতীয় পাওয়ার প্লে’র ৩০ ওভারকে (১১-৪০ ওভার) কাজে লাগিয়ে ১৮০ রান করেছে একাডেমী মাহামুদুল হাসান উইকেটে ছিলেন বলেই। আস্কিং রান তাড়া করে হিসেবী ব্যাটিংয়ে শ্লগটা সহজ হয়েছে একাডেমীর। শেষ ৬০ বলে ৩৮ কিংবা শেষ ৩০ বলে ১৫Ñএমন সহজ টার্গেটটা পেয়েছে কলাবাগান একাডেমী মাহামুদুল হাসানের ক্যাপ্টেনস নকে। ইনিংসের শেষ বলে তাসকিনকে মোক্তার আলীর ছক্কার শটে আবাহনীর হৃৎস্পন্দন থামিয়ে দেয়ার ঘটনা বেশি দিনের নয়। তবে গতকাল মোক্তার আলীকেও ছাড়িয়ে গেছেন কলাবাগান একাডেমীর টেল এন্ডার বিশ্বনাথ হালদার। ৪৭তম ওভারের ৪র্থ এবং ৫ম বলে আবাহনীর বাঁ হাতি স্পিনার সাকলায়েন সজীবকে ছক্কায় নিয়েছেন উইনিং শট! এই ম্যাচে কলাবাগান একাডেমীর ৭ ব্যাটসম্যানের মধ্যে ৪ জন ফিরেছেন এলবিডাবøুতে! ওপেনার ইরফান শুকুর (৩০), ভারতীয় জতিন সাক্সেনা (৪৩), তাপস ঘোষ (৪৭) এমনকি মাহামুদুল হাসান (১০৬)ও এলবিডাবøুর শিকার! ৭ম ম্যাচে আবাহনীর ৪র্থ হার (৬ পয়েন্ট), কলাবাগান একাডেমীর সেখানে জয় প্রথম (২ পয়েন্ট)।
এদিকে বিকেএসপিতে বিগ ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে নূরুল হাসান সোহানের অভিষেক সেঞ্চুরিতে (১১২ বলে ৭ চার ২ ছক্কায় ১০৮ রান) ভর করে ২৯৯/৯ স্কোর পুঁজি নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬০ রানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ে নেতৃত্ব দেয়া সোহান এদিন ৪র্থ জুটিতে ১০২ রানে রেখেছেন অবদান। ব্যাটিং নির্ভর দল লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৩৯ রানে ইনিংস গুটিয়ে দেয়ার কারিগর অবশ্য ভারতের হরিয়ানা প্রদেশের পেস বোলার শচীন রানা (৪/৩৭)। ৭ম ম্যাচে প্রাইম ব্যাংকের এটি ৪র্থ জয় (৮ পয়েন্ট), অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জের দ্বিতীয় হার (৯ পয়েন্ট)। এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের লড়াইটা ভালই জমে উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।