Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরাসি লিগে খেলা ফুটবলারের মা অপহৃত

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ফরাসি ক্লাব বোর্দোয় খেলা নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের উইঙ্গার স্যামুয়েল কালুর মাকে অপহরণ করে মুক্তিপন দাবী করা হয়েছে। সোমবার নাইজেরিয়ার দক্ষিণ পঞ্চিম অঞ্চলের পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আবিয়া স্টেট পুলিশের জনসংযোগ কর্মকর্তা গুডফ্রে ওগবোনা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যাতে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা যায়।’

অপহৃত অজুরুনিয়ে জুলিয়েট কালু আবিয়ায় তার বাড়ীতে ফেরার পথে নিজের গাড়ী থেকে অপহৃত হন। অপহরণের ঘটনা ঘটে যথারীতি মুক্তিপণ আদায়ের জন্য। ২১ বছর বয়সি ফুটবল তারকা কালু জানিয়েছেন, ১৫ মিলিয়ন নাইরা (৩৬,৬০০ ইউরো) মুক্তিপণ চেয়ে অপহরণকারীরা তার কাছে একটি বার্তা পাঠিয়েছে।

নাইজেরিয়ার পত্রিকা স্পোর্টিং লাইফ বলেছে, তারা ওই খেলোয়াড়ের একটি কান্নাজড়িত সাক্ষাৎকার পেয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘প্রথম দফায় ৩ মিলিয়ন নাইরা দিলে তাকে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অপহরণকারীরা। ওই অর্থ তাদের দেয়া হয়েছে। আমরা গোটা রাত মাকে ফেরত পাবার জন্য অপেক্ষা করেছি। পরেরদিন সকালে তারা ফোন করে জানায় যে আরো বেশি অর্থ দিতে হবে। ওই অর্থও আরেক জনের মাধ্যমে দেয়া হয়। এখন তারা আরো ১৫ মিলিয়ন নাইরা দাবী করছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরাসি লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ