Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে আবার শুরু হচ্ছে ক্রুইফ অধ্যায়

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের ফুটবলে আবারো শুরু হচ্ছে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ অধ্যায়। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে তিনি আবার জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। আর এ দায়িত্ব পালন করতেই আজ ভোরে নেদারল্যান্ডস থেকে ঢাকায় আসছেন ডি ক্রুইফ। বিষয়টি গতকাল জানান জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। ভোরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সেখান থেকে ক্রুইফ সরাসরি চলে যাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। বিকালে এই ডাচম্যান জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। ডি ক্রুইফ সবশেষ গত সেপ্টেম্বরে জাতীয় দলের দায়িত্বে ছিলেন। বিশ্বকাপ বাছাইপর্বে জর্ডারের বিপক্ষে ম্যাচ শেষে তাকে বিদায় দেয় বাফুফে।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে আগামী ২ ও ৭ জুন ম্যাচ দুটি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি লাল-সবুজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাজিকদের বিপক্ষে জিতলে আগামী তিন বছর আন্তর্জাতিক ম্যাচ পেতে বাধা থাকবে না বাংলাদেশের। যদি তাজিকিস্তানের বিপক্ষে মামুনুলরা জয় না পান তাহলে পরবর্তীতে ভুটানের বিপক্ষে আরো দুটি প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাবেন তারা। এই প্লে-অফেও যদি জয় না আসে তাহলে ফিফা আগামী তিন বছর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ দেবে না বাংলাদেশকে। তা তাজিক ম্যাচের গুরুত্ব বুঝে ক্রুইফকে আবারো জাতীয় দলের দায়িত্বে আনা হচ্ছে। কন্ডিশন, খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া সবদিক বিবেচনা করেই নতুন কাউকে না এনে পুরনো ক্রুইফেই আস্থা রেখেছে বাফুফে। এক মাসের চুক্তিতে আপাতত তাকে নিয়ে আসা হচ্ছে।
এদিকে ডি ক্রুইফের অনুপস্থিতিতে দলের সহকারী কোচ সাইফুল বারী টিটুর অধীনে ৩৬ জনের প্রাথমিক দলের ৩৫ ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের ক্যাম্প। আজ আরেক ফুটবলার ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়ার ক্যাম্পে যোগ দেয়ার কথা। তিনি আসলেই পূর্ণতা পাবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। জানা গেছে ডি ক্রুইফ ঢাকায় আসার এক স্পাহের মধ্যে ২৩ জনের চ‚ড়ান্ত দল ঘোষণা করা হবে। এই দল নিয়েই ২৯ মে তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ থেকে আবার শুরু হচ্ছে ক্রুইফ অধ্যায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ