Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণের পথে ‘এজ অফ টুমরো’ সিকুয়েল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ওয়ার্নার ব্রাদার্স ম্যাথিউ রবিনসনের চিত্রনাট্যে টম-ক্রুজ-এমিলি ব্লান্ট অভিনীত টাইম-ট্রাভেল নিয়ে বিজ্ঞানকল্প চলচ্চিত্র ‘এজ অফ টুমরো’ চলচ্চিত্রের পরবর্তী পর্ব নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। ২০১৪তে মুক্তিপ্রাপ্ত মূল চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন ডাগ লাইম্যান। ২০০৪ সালে প্রকাশিত হিরোশি সাকুরাজাকা’র লেখা জাপানি উপন্যাস ‘অল ইউ নিড ইজ কি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের ১০০.২ মিলিয়ন ডলারসহ বিশ্বব্যাপী আয় করেছিল ৩৭০.৫ মিলিয়ন ডলার। চলচ্চিত্রটিতে দেখা যায় এক এলিয়েন জাতি পুরো ইউরোপ দখল করে রেখেছে। ক্রিজ এতে যুদ্ধে অদক্ষ এক সেনা জনসংযোগ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন যাকে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করা হয়। কাহিনীর মূল বিষয় ছিল ক্রুজের চরিত্রটি এলিয়েনদের হাতে বা যেভাবেই নিহত হয় এরপর সে আবার জীবিত হয়ে ওঠে। এভাবে ভুল থেকে সে যুদ্ধে দক্ষ হয়ে উঠে এবং ব্লান্ট রূপায়িত চরিত্রের সঙ্গে দল বেঁধে যুদ্ধে নামে। ক্রুজ আর ব্লান্ট এখনও সিকুয়েলে চুক্তিবদ্ধ হননি , তবে অচিরেই হবেন। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আরউইন স্টফ, টম ল্যাসালি এবং মাসি ওকা। লাইম্যান রবিনসনের সঙ্গে অনির্ধারিত নামের চলচ্চিত্রটির কাহিনী লিখছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ