Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে মাসুদ আজহারের দুই ভাই-সহ গ্রেফতার ৪৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৮:৩৪ পিএম

মাসুদ আজহারের দুই ভাই-সহ অন্তত ৪৪ জন জইশ-ই-মহম্মদ সদস্যকে গ্রেফতার করল পাকিস্তান সরকার। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পাকিস্তান ও ভারতের একাধিক সংবাদমাধ্যম।
সংবাদ মাধ্যমের খবরে বরা হয়, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের দুই ভাই হামাদ আনসারি, আবদুল রউফ আজগর-সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পাক সরকার। তবে ধৃতদের কোথায় রাখা হয়েছে, কী ভাবে গ্রেফতার করা হল, সে সব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের অন্য একটি অংশের মতে অবশ্য ওই জঙ্গিদের গ্রেফতার নয়, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলওয়ামায় জঙ্গি হানার পর থেকেই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বাড়তে থাকে পাকিস্তানের উপর। তবে ইমরান খান সরকার প্রচণ্ড চাপেও নতি স্বীকার না করে ঠান্ডা মাথায় সব পদক্ষেপ গ্রহণ করেছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে বলে কূটনৈতিক শিবিরের একটা অংশ মনে করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ