Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রজত ভাটিয়াকে আনছে মোহামেডান

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সপ্তম রাউন্ডের পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের ধরে রাখতে পারছে না ক্লাবগুলো। ভিক্টোরিয়ার অন্য এক দলে আবির্ভূত হওয়ার নায়ক শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিন অল রাউন্ডার চাতুরঙ্গা ডি সিলভাকে অস্টম রাউন্ডে ভিক্টোরিয়া পাচ্ছে বলে নিশ্চয়তা পেলেও মোহামেডান টপ অর্ডার উপল থেরাঙ্গা এবং প্রাইম দোলেশ্বরের অল রাউন্ডার চামারা সিলভাকে ছেড়ে দিতে হচ্ছে। আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে তারা। থেরাঙ্গাকে ছেড়ে দিয়ে মোহামেডান হাত বাড়িয়েছে আইপিএলে পুনে সুপার জায়ান্টসের পেস অল রাউন্ডার রজত ভাটিয়ার দিকে। ইতোমধ্যে কথাও হয়েছে। পুনে সুপার জায়ান্টসের আইপিএলে সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই বলেই তার দিকে হাত বাড়িয়েছে মোহামেডান। অন্তত ২ ম্যাচের জন্য হলেও পেতে চায় তাকে মোহামেডান। আগামী ২৪ মে মোহামেডানের হয়ে ৮ম রাউন্ডে দেখা যেতে পারে এই ভারতীয় অল রাউন্ডারকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি পূর্ণ করা রজত ভাটিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি পূনণ হতে পারে সেদিনই। এদিকে, শ্রীলঙ্কা অল রাউন্ডার চামারা সিলভার স্থলাভিষিক্ত হতে প্রাইম দোলেশ্বর পাচ্ছে আর এক ভারতের রাজস্থান প্রদেশের ক্রিকেটার অশোক মেনারিয়াকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রজত ভাটিয়াকে আনছে মোহামেডান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ