Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরানের প্রতি সৌরভের ভালবাসায় ক্ষুব্ধ বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের বিভিন্ন ক্রিকেট স্থাপনা থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা হচ্ছে। কাশ্মীর হামলা এবং পাকিস্তান-ভারত যুদ্ধের দামামার মধ্যে ক্ষমতাসীন বিজেপি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন থেকেও পাকিস্তানি ক্রিকেটারদের ছবি নামানোর দাবি জানিয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার এই দাবি মানার পক্ষপাতী নন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
পাকিস্তান প্রধানমন্ত্রী সাবেক ক্রিকেটার ইমরানের প্রতি সৌরভের এই ভালবাসায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে হিন্দুত্ববাদী বিজেপির নেতাকর্মীরা। ইডেনের ক্লাব হাউসে বিশ্বের সাবেক সেরা ক্রিকেটারদের সঙ্গে ইমরান খান ছাড়াও সাবেক দুই পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম, রমিজ রাজার ছবি সাজানো রয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৪০ জনের মতো ভারতীয় সেনা। ভারত মনে করছে, হামলার পেছনে ইন্ধন রয়েছে পাকিস্তানের। ফলে দেশব্যাপী শুরু হয়েছে পাকিস্তানবিরোধী প্রতিবাদ। অস্থির হয়ে উঠেছে দেশ দুটির রাজনৈতিক অঙ্গন। সেই রাজনৈতিক অস্থিরতার আঁচ লেগেছে দুই দেশের শিল্প সংস্কৃতি ও ক্রিকেটাঙ্গনে। মুম্বাই সিনেমার বেশ কয়েকজন অভিনেতা ও নায়ক-নায়িকা ভারত পাকিস্তান যুদ্ধ দামামা নিয়ে মুখ খুলছেন। কেউ যুদ্ধের বিরুদ্ধে আবার কেউ ভারতীয় সেনাদের ইন্ধন দিচ্ছেন। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার কথা ভাবছে ভারত। এই প্রতিবাদের অংশ হিসেবে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইত্যাদি ক্রিকেট সংস্থা নিজেদের মাঠ থেকে কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলেছে। পাকিস্তানি খেলোয়াড়দের ছবি সাজানো আছে কলকাতার ইডেন গার্ডেনও।
ইডেন থেকে সাবেক বিশ্বকাপজয়ী পাকিস্তানি অধিনায়ক ইমরান খানের (বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী) ছবি যেন সরানো হয়, এ জন্য চলছে বিজেপির প্রতিবাদ, বিক্ষোভ। কয়েক দিন ধরেই এই দাবি জানিয়ে আসছে পশ্চিমবঙ্গ বিজেপি। এরপর ইমরানের ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কিন্তু সেই ছবি নামানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইমরান খানের ছবি নামানোর কোনো ইচ্ছাই তাঁর নেই। ফলে সৌরভের ওপর বেজায় খেপেছে পশ্চিমবঙ্গ বিজেপি।
বিখ্যাত ‘ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া’ সিসিআই পাকিস্তানী কিক্রেটারদের ছবি তুলে ফেলার ধারাটা শুরু করেছিল। সে পথ ধরে নিজেদের স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়েছে ভারতের বিভিন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে পাকিস্তানী খেলোয়াড়দের ছবি তুলে ফেলা হয়েছে । সিএবি সে পথে যাক এটিই চাইছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির িেবজেপি) পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। ইডেন গার্ডেন থেকে ইমরান খানের ছবি সরানোর দাবিতে সোচ্চার হয়েছে তারা। কিন্তু পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সৌরভ গাঙ্গুলী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার বিন্দুমাত্র ইচ্ছা নেই ইমরানের ছবি সরানোর।
সৌরভ গাঙ্গুলী অবশ্য রাজনৈতিক চাপের মুখেও অবিচল। সাফ জানিয়ে দিয়েছেন, ছবি সরবে না। এর চেয়ে বড় আন্দোলন হলেও সৌরভ ইমরানের ছবি সরাবেন না বলেই জানিয়েছেন। তবে ইমরানের ছবি নামাতে না চাইলেও আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলার পক্ষে ভারতের সাবেক এই অধিনায়ক। কেবল ক্রিকেটই নয়, সৌরভ কিছুদিন আগে বলেছিলেন, ভারতের উচিত পাকিস্তানের বিপক্ষে কোনো খেলাতেই মাঠে না নামা।
তবে পশ্চিমবঙ্গ বিজেপি জানিয়েছে, সৌরভ তাদের কথা না মানা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবে তারা। বিজেপি মনে করছে, সৌরভের এই কঠোর অবস্থানের পেছনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ্রপ্রচ্ছন্ন সমর্থন রয়েছে। ফলে এই লড়াইকে আকারে-ইঙ্গিতে ‘বিজেপি বনাম তৃণমূল’ বিরোধের একটা অধ্যায় হিসেবেও তারা ভাবছে। #



 

Show all comments
  • Tania ৫ মার্চ, ২০১৯, ২:০৯ এএম says : 0
    ভারতের বাহাদুরী শুধু বলিউড সিনেমায়, নিজেদের টিভিতে আর বাংলাদেশের সীমান্তে..........
    Total Reply(0) Reply
  • Saiful Islam ৫ মার্চ, ২০১৯, ২:৩০ এএম says : 0
    মোদীসহ ভারতীয় যুদ্ধের উস্কানি দাতা মিডিয়া কর্মীদের ইমরান খানের কাছে রাজনৈতিক শিক্ষা নেওয়া খুব জরুরি! কারণ খান হামলার আগে পরে একই কথাবার্তা বলে আসছে যুদ্ধ সমাধান না সংলাপের মাধ্যমে কাশ্মীর ইস্যু সমাধান সম্ভব!
    Total Reply(0) Reply
  • Belal Hossain ৫ মার্চ, ২০১৯, ২:৩৮ এএম says : 0
    ভালবাসা বিষয়টাই তো হিংসাত্বক,,সবাই মেনে নিতে পারে না।রাজনৈতিক কোন্দলে ব্যাক্তি ভালবাসাকে আঘাত না করাই শ্রেয়।যার যাকে ভাল লাগে,,এটাই তো একজন মানুষের শ্রদ্ধা ও ভালবাসা।।
    Total Reply(0) Reply
  • অমিত ৫ মার্চ, ২০১৯, ৩:১৪ এএম says : 1
    ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সিদ্ধান্তকে স্বাগত জানাই
    Total Reply(0) Reply
  • আরিফ ৫ মার্চ, ২০১৯, ৩:১৫ এএম says : 0
    বিজেপি সব সময় বাড়াবাড়ি করে।
    Total Reply(0) Reply
  • রেজাউল করিম ৫ মার্চ, ২০১৯, ৪:৫৫ পিএম says : 0
    সৌরভের সিদন্ত সঠিক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ