মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার প্রবল দাবি উঠেছে। পাকিস্তান পার্লামেন্টে এ নিয়ে একটি প্রস্তাবও উপস্থাপন করেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তবে এ প্রসঙ্গে ইমরান খান বলেছেন, তিনি এই পুরস্কারের যোগ্য নন। এক্সপ্রেস ট্রিবিউন
সোমবার সকালে নিজের ৯০ লাখ ফলোয়ারের উদ্দেশে ইমরান টুইটে লেখেন তিনি এই পুরস্কারের যোগ্য নন। তার ভাষায়, ‘কাশ্মীরিদের ইচ্ছে মেনে যিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন এবং উপমহাদেশে উন্নয়ন ঘটাতে পারবেন, সেই ব্যক্তিই এই পুরস্কার পাওয়ার জন্য যোগ্য।’
পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানকে নোবেল পুরস্কার দেয়ার প্রস্তাবে বলা হয়, ইসলামাবাদ ও দিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন ইমরান খান। এছাড়া ইমরানকে নোবেল দেয়ার দাবিতে এক অনলাইন প্রস্তাবে স্বাক্ষর করেছে ৩ লক্ষাধিক মানুষ। তাদের দাবি দুটি দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইমরান খান দুর্দান্ত এক ভূমিকা পালন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।