Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাংকিং টিটি শুরু

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

২৬ দলের প্রায় দু’শ খেলোয়াড়ের অংশগ্রহনে গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিস প্রতিযোগিতা। র‌্যাংকিংয়ে থাকা খেলোয়াড়রা খেলছেন উন্মুক্ত এই টুর্নামেন্টে। তবে বিমান বাংলাদেশ না খেললেও খেলছেন পাললিক গ্রæপ, ঢাকা আবাহনী, সেনাবাহিনী, শেখ রাসেলের মতো নামী দামী দলগুলোর খেলোয়াড়রা। আশার কথা হচ্ছে, পুরুষ বিভাগে বেশ কিছু নতুন দলও খেলছে এই র‌্যাংকিং টুর্নামেন্টে। এগুলো হলো- কাইট গেমস স্টুডিও, এনএস ইউপিপি, অ্যামেচার টিটি ফ্রেন্ডস, ফোরটি কেনভাস, গ্রিন পয়েন্ট টিটি, ফাইটার টিটি ক্লাব, লিংকার্স, চাঁদপুর টিটি একাডেমি এবং অগ্রনী সংঘ। টিটির প্রতি আগ্রহ বাড়ছে বলেই নাকি নতুন দলগুলো সংযুক্ত হচ্ছে- এমনটাই মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম। তার কথায়, ‘জিমন্যাশিয়াম কিংবা একটি ঘরের মধ্যে টেবিল সাজিয়ে টিটি খেলা যায়। ইনডোর গেমস হিসেবে ধীরে ধীরে টিটিকে বেছে নিচ্ছেন অনেকেই। যার ফলে নতুন নতুন দলগুলো আসছে টিটি টুর্নামেন্টে। তবে নারী বিভাগে আবাহনীর পাশাপাশি রয়েছে সেনাবাহিনী ও ঢাকা ইয়াংস ক্লাব। কাল প্রথম দিনের খেলায় পুরুষ বিভাগে কাইট গেমস স্টুডিও ৩-০ সেটে এনএসইউপিপি গ্রিনকে, শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-০ সেটে এনএসইউপিপি ব্লুকে, বিজয় টিটি ৩-১ সেটে ধানমন্ডি টিটি একাডেমিকে হারায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাংকিং টিটি শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ