মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনেজুয়েলা’র নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে মার্কিন হুমকির নিন্দা জানিয়েছে রাশিয়া। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় ভেনেজুয়েলার ‘বৈধ সরকারের বিরুদ্ধে মার্কিন হুমকি’র নিন্দা জানান ল্যাভরভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে ভেনেজুয়েলার নাগরিকদের তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে। জাতিসংঘের এ সংক্রান্ত সনদের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। ফোনালাপে সিরিয়া, আফগানিস্তান পরিস্থিতিসহ আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভেনেজুয়েলা সংকটে কোনও পক্ষ না নেওয়ার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মেক্সিকোকে আহ্বান জানিয়েছিলেন যেন হুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।