Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিতে বর্ণবাদবিরোধী পদযাত্রায় হাজারো মানুষ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ইতালির মিলানে স্মরণকালের সবচেয়ে বড় বর্ণবাদবিরোধী জনসমাবেশ হয়েছে। দেশটির ক্ষমতাসীন ডানপন্থী দল গপুলিস্ট লিগ পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিলানের লম্বার্ডি এলাকায় দুই লক্ষাধিক বর্ণবাদবিরোধী মানুষ জড়ো হয়েছেন। পরে তারা বিশাল এক পদযাত্রায় অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার মানুষের মধ্যে অভিবাসীদের নিয়ে এক ধরনের ভয় ও ঘৃণা ছড়াচ্ছে। সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতা এবং উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, ইতালির নতুন অভিবাসন নীতি দেশকে আরও বেশি সুরক্ষা দেবে। ক্ষমতাসীন কট্টরপন্থী এ দলটি বরাবরই অভিবাসী বিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। দেশের মানুষের মনে অভিবাসীদের ব্যাপারে মিথ্যা ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে। গত সেপ্টেম্বরে সরকার এমন একটি ডিক্রি জারি করে, ফলে কোনো অভিবাসী অপরাধ করলেই তার নাগরিকত্ব কেড়ে নেয়া হবে। সমাবেশে আসা বক্তারা এটিকে কালাকানুন আখ্যা দিয়ে সরকারকে গণতন্ত্র চর্চার দিকে মন দিতে বলেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালিতে বর্ণবাদবিরোধী পদযাত্রায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ