Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী-ছেলে নিয়ে নেদারল্যান্ডসে ফিরে যেতে চান ইয়াগো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আইএসে যোগ দিয়ে যুক্তরাজ্য থেকে প্রত্যাখ্যাত আলোচিত শামীমা বেগমের স্বামী জানিয়েছেন, তিনি স্ত্রী-ছেলেকে নিয়ে নিজ দেশ নেদারল্যান্ডসে ফিরতে চান এবং সেখানেই বাস করতে চান। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আইএসে যোগ দিতে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়া যান শামীমা। সেখানে নেদারল্যান্ডসের নাগরিক ইয়াগো রিয়েডিজকের সঙ্গে পরিচয় হয় তার এবং তাকে বিয়ে করেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াগো রিয়েডিজক এ কথা বলেন। তিনি বিবিসির কাছে আইএসের হয়ে লড়াই করার কথা স্বীকার করেন। তবে তিনি জানান, পরবর্তীকালে আইএসের মাধ্যমে তিনি নিগৃহীত হন। ২৭ বছর বয়সি রিয়েডিজক বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বে কুর্দি আটক কেন্দ্রে বন্দি রয়েছেন। নেদারল্যান্ডসে ফিরলে সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার কারণে তার ছয় বছরের জেল হবে। বিবিসির মধ্যপ্রাচ্য প্রতিনিধি কুয়েনটিন সমারভিলেকে দেওয়া ওই সাক্ষাৎকারে রিয়েডিজক জানান, তিনি আইএসকে প্রত্যাখ্যান করেছিলেন এবং ওই সংগঠন ছাড়ার চেষ্টা করেছিলেন। তিনি জানান, এ কারণে তাকে ডাচ গোয়েন্দা হিসেবে অভিযুক্ত করে রাকায় কারাদণ্ড দেওয়া হয় এবং নির্যাতন করা হয়। রিয়েডিজক জানান, আইএস দুর্বল হয়ে পড়ার পর তিনি ও তার ১৯ বছর বয়সি স্ত্রী শামীমা বাগোজ থেকে পালিয়ে যান। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী-ছেলে নিয়ে নেদারল্যান্ডসে ফিরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ