Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় তেলের পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৮:৩১ পিএম

পূর্ব নাইজেরিয়ার নাম্বে শহরে পেট্রোলের পাইপলাইনে বিধ্বংসী বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের। নাইজেরিয়ার সবথেকে বড় শক্তি সরবরাহকারী ফার্ম এটি। হারকোর্ট বন্দর থেকে এই তেলের পাইপলাইন নিয়ন্ত্রণ করা হয়। দেশের অধিকাংশ জ্বালানি তেলই এই সংস্থা সরবরাহ করে বলে জানা গিয়েছে।
শুক্রবার রাতে বিস্ফোরণ হলেও রোববারও সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনও কালো ধোঁয়া বেরোচ্ছে। যে এলাকায় বিস্ফোরণ হয়েছে তার চারপাশে পেট্রোল ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। দুর্ঘটনায় কতোজন আহত হয়েছেন তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ