বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লামায় মহলা সংসদ সদস্য বাসন্তি চাকমার বিরুদ্ধ সকাল ১১.০০ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে ও মেইন সড়কে মানববন্ধন হয়েছে। তিনজন পার্বত্য জেলা হতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। তিনি গত ২৭ ফেব্রুয়ারী ২০১৯ইং মহান জাতীয় সংসদে “বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য বাঙ্গালীদের বিরুদ্ধে এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাম্প্রদায়িক মিথ্যা উস্কানীমূলক বক্তব্য দিয়েছিলেন।তার বক্তব্যের প্রতিবাদে রোববার (০৩ মার্চ) লামা বাজারের উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। তার এহেন উদ্দেশ্য মূলক বক্তব্যের কারণে লামার বাঙ্গালী ও উপজাতীর মধ্যে সম্প্রীতির বন্ধনে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। বক্তারা বলেন, অনতিবি লম্বে বাসন্তির সংসদ সদস্য পদ বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানান। মানববন্ধন শেষে বাসন্তি চাকমার কুশপুত্তলিকাতে জুতাপেটা ও অগ্নিসংযোগ করা হয়। এসময় উপস্থিত জনতা বাসন্তী চাকমাকে সংসদ সদস্য পদ হতে অপসারণের দাবী জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।