বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ভূ-গর্ভের পাথর উত্তোলন করায় পরিবেশ অনেকটা হুমকির মুখে।দেশের সর্ব উত্তরে অবস্থিত পঞ্চগড়ের মাটির নীচে নুড়ি পাথরের বিরাট স্তর রয়েছে। যা দেশের বড় সম্পদ হিসেবে পরিগনিত। এই সম্পদের সঠিক ব্যবহার না হলে ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয়দেখা দিতে পারে বলে সচেতন মহল মনে করছে। জানা গেছে, ভু-গর্ভের এই সম্পদ খনিজ হিসেবে পরিগনিত হলে তা দেশের সরকারের রাজস্ব কোষাগারের এখতিয়ার ভুক্ত হওয়ার বিধান রয়েছে।কারন প্রচলিত নিয়মে মাটির গভীরে যত সম্পদ আছে তা সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত এমন নিয়ম রয়েছে। যা কার্যকরী না হওয়ায় এ অঞ্চলে যে যার মতো করে মাটির গভীরের পাথর সহ সকল সম্পদ তুলেদেশের অপূরনীয় ক্ষতি করছে । পাথর উত্তোলনকারী “সিন্ডিকেটটি’ প্রায় একবছর ধরে এই অবৈধ পাথর উলোন বন্ধ রেখেছিল।আবার হঠাৎ করেই রাতের আধাঁরে ওই “সিন্ডিকেটটি’ অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভূ-গর্ভের তলদেশে থেকে ‘ওই পাথর কাটা’ বা ‘বোমা’মেশিন বসিয়ে দীর্ঘ পাইপ লাগিয়ে পাথর উত্তোলন করতে থাকে।ওইমেশিনটিকে কেউ বা বলে ড্রিলড্রেজারমেশিন। আসলে ওই তলদেশে বসানোমেশিনটি কি‘ বালি কাটার জন্য’ নাকি পাথর উত্তোলনে জন্য তৈরী এনিয়ে এলাকায় এক ধরনের ধোঁয়াশা তৈরী হয়েছে।কেউ সঠিক কথাটি বলছে না।কারন ওইমেশিনটি দিয়ে মাটির ৩৫/৪০ ফিট নীচের সব পাথর ও অন্যন্যা সম্পদ সহজেই উত্তোলন সম্ভব।এ কারনে অল্প সময়ে শত শত সেফটি পাথর উত্তোলন করে প্রতি দিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সম্ভব।এছাড়া সরকারের কাছ থেকে লীজকৃত জমি (খতিয়ানভ’ক্ত) হতে পাথর তুলে নিচ্ছে একটি চক্র।
সরকার একদিকে নদী বাঁচাতে নানা উদ্যোগ নিচ্ছে। ঠিক সে মুহুর্ত্তে চলছে নদী হতে বোমা মেশিনে পাথর তোলা। পঞ্চগড়ের করতোয়া,ডাহুক,ভেরসা প্রায় সব নদী এই পাথর তোলার কারনে নদী চিহ্ন হারাতে বসেছে। এবিষয়ে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মিজানুর রহমান এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, জেলা নদী রক্ষা কমিটি, জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক। ‘ আমরা শুধু ব্যবহারকারী’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।